শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

রাজধানীসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

নবীনগর ডেস্ক / ৫১ বার
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুদিন ঢাকাসহ দেশের ছয় বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোর কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।

মঙ্গলবার (২০ আগস্ট) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্কবাণীতে এসব তথ্য জানানো হয়।

সতর্কবাণীতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

এদিকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারিকৃত আবহাওয়ার পূর্বাভাসে দেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এই সময়ে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ