কেউ যদি একটি পশুর ছবি দেখে এর ওজন সম্পর্কে ধারণা পেতে চায়, তাহলে তাঁকে মাত্র দুইটা তথ্য নিতে হবে পশুর মালিকের কাছ থেকে। প্রথমত, যে পশুর ওজন নির্ণয় করতে চাচ্ছেন, সেই গরুকে প্রথমে সোজা করে দাঁড় করাতে হবে। এরপর একটি গজ/ফিতার সাহায্যে গরুর সামনের পাজরের উঁচু হাড় থেকে পশ্চাৎদেশ পর্যন্ত দৈর্ঘ্য (L) ইঞ্চিতে মেপে নিতে হবে। এরপর পশুটির বেড় (G) ইঞ্চিতে মেপে নিতে হবে (সংযুক্ত ছবি দেখে নিন)। ইঞ্চিতে দৈর্ঘ্য (L) আর বেড় (G) এর তথ্য পাওয়া গেলে সহজেই হিসেব করে পশুর সম্ভাব্য ওজন বের করা যাবে। এখানে ফর্মুলাটি হলো;
পশুর সম্ভাব্য ভর (ওজন) = (ইঞ্চিতে দৈর্ঘ্য,L X ইঞ্চিতে বেড়, G X ইঞ্চিতে বেড়,G)/660= …… কেজি
মনে করুন, একটি কোরবানির পশু গরুর দৈর্ঘ্য ৫০ ইঞ্চি এবং বেড় ৬০ ইঞ্চি।
সুতরাং এই গরুর আনুমানিক ভর তথা ওজন = (৫০X৬০X৬০)/৬৬০ = ২৭২.৭২ কেজি।
এই ওজন গরুটির মাথা, পা ও কলিজা, চামড়া, ভুড়ি সব সহ।
গরুর ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত এবং পুরো বিষয়টি লেখার ক্ষেত্রে আমি সহায়তা নিয়েছি আমরা এক বন্ধুর কাছ থেকে যিনি একজন প্রাণি সম্পদ বিষয়ক কর্মকর্তা।
বস্তুর ভর আর ওজন এক বিষয় নয়। যদিও আমারা ভর আর ওজন বলতে একই জিনিস বুঝি।