শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

প্রকাশ্যে গুলি করে হত্যা, বহিস্কৃত সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

চৌধুরী মো. শরীফ উদ্দিন / ৫৮ বার
আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত কলেজছাত্র আশরাফুর রহমান ইজাজ হত্যা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবী জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ জুন সন্ধ্যায় সদর থানাধীন কলেজপাড়া এলাকায় ২০/২৫ জনের সামনে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মী আশরাফুর রহমান ইজাজকে পিস্তল দিয়ে মাথায় গুলি করে ফারাবি। আহত অবস্থায় স্থানীয়রা ইজাজকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এ সংক্রান্তে নিহত আশরাফুর রহমান ইজাজের বাবা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এজাহারনামীয় ১৬ জন ও অজ্ঞাতনামা ১০/১৫ জনের নামে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ হেডকোয়ার্টারের একটি টিমের সহযোগিতায় সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একটি দল ধারাবাহিকভাবে আসামি গ্রেফতারের অভিযান পরিচালনা করেন। অবশেষে গতকাল ভোরে নেত্রকোনা জেলার আটপাড়া থানাধীন কুতুবপুর গ্রামের একটি বাড়ি থেকে আলোচ্য হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি হাসান আল ফারাবি জয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হত্যাকাণ্ডের ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী, আশুগঞ্জসহ বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অবশেষে গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাটপাড়া এলাকায় একটি ব্রিজের পাশে ঝোঁপের মধ্য থেকে হাসান আল ফারাবি জয়ের দেখানো মতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে অস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামি হাসান আল ফারাবি জয় প্রাথমিকভাবে আমাদের কাছে এ হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পূর্ব বিরোধের জের ধরে এবং এলাকায় তাঁদের একক আধিপত্য বজায় রাখার জন্য পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রলীগকর্মী আশরাফুর রহমান ইজাজকে হত্যার উদ্যেশ্য করে তাঁর মাথায় গুলি করে। পুলিশের কাছে দেওয়া হাসান আল ফারাবি জয়ের স্বীকারোক্তি অনুযায়ী জালাল উদ্দীন খোকা ও হাসান আল ফারাবি জয় খুবই ঘনিষ্ঠ বন্ধু। আলোচ্য মামলার ভিকটিম আশরাফুর রহমান ইজাজ ও তাঁদের সাথে চলাফেরা করত, তাঁরা একই পাড়ার বাসিন্দা। কলেজ পাড়া এলাকায় এককভাবে প্রভাব বিস্তার করত খোকা ও জয়। তবে তাঁদের সব সিদ্ধান্ত না মেনে নিহত ইজাজ ও তাঁর সাথের কয়েকজন বিরোধীতা করতো। আর একারণেই ইজাজ ও তাঁর কয়েকজন বন্ধুর প্রতি ক্ষিপ্ত ছিল খোকা ও জয় এবং এ বিরোধ আস্তে আস্তে চরম পর্যায়ে ধারণ করে। জালাল উদ্দীন খোকা, হাসান আল ফারাবি জয় ও আরো কয়েকজন একক আধিপত্য বজায় রাখার জন্য ইজাজ ও তাঁর সাথের বন্ধুদের চরম শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী শহরের আরেকজনের কাছ থেকে খোকা অস্ত্রটি সংগ্রহ করে জয়কে দেয় এবং ইজাজকে মারার সুযোগ খুঁজতে থাকে। গত ৫ তারিখ সন্ধ্যা ৬টা ১৫ ঘটিকার সময় নির্বাচন শেষে কলেজপাড়া এলাকায় বিজয়োল্লাস করার জন্য ২০/২৫ জন জড়ো হয় এবং সেখানে খোকা, জয় ও ইজাজও ছিলো। খোকার সাথে কোনো এক বিষয় নিয়ে ইজাজের তর্ক বিতর্কের মাঝেই জয় তাঁর কোমর থেকে পিস্তল বের করে প্রকাশ্যে সবার সামনেই ইজাজের মাথায় পর পর ২টি গুলি করে পালিয়ে যায়। পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আসামি হাসান আল ফারাবিকে নিবিরভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) আবু বকর সিদ্দিক কর্তৃক তদন্তধীন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ