ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর এলাকার আলমনগর উত্তর পাড়া থেকে সংঘবদ্ধ চোর সদস্যরা নৌকাটি চুরি করে নিয়ে যায়।
শনিবার (৫ অক্টোবর) ভোররাতে বাড়ির সামনে বেধে রাখা নৌকাটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় নৌকার মালিক মো. হোসেন নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা যায়, চুরি সময় বাড়ির সিসি ক্যামেরায় তা রেকর্ড হলেও তাদের চেহেরা গামছা দিয়ে ঢেকে রাখায় শনাক্ত করা সম্ভবত হয়নি।
নৌকার মালিক পক্ষের লোকজন জানান, এই নৌকাটি দিয়ে ৪ টি পরিবারের জীবীকা নির্বাহ হতো। নৌকাটি হারিয়ে নিঃস্ব হয়েছে এই পরিবার গুলো। পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানাান, কোন হৃদয়বান ব্যক্তি যদি নৌকাটির সন্ধান পান তাহলে তাদের সাথে যোগাযোগ করে নৌকাটি বুঝিয়ে দিলে ৩০ হাজার টাকা পুরুসকৃত করবেন বলে জানান।