শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন

মেহেদীর রং না মুছতেই বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

মো. শাহনূর খান আলমগীর / ৬৪ বার
আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪

হাতের মেহেদীর রং মুছতে না মুছতেই বজ্রপাতের আঘাতে সোহাগ (২৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি বিয়ে করেছেন অল্প কিছুদিন হয়েছে। সোমবার (১০ জুন) দুপুরের উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্চর এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটির আব্দুস সালামের ছেলে। তিন মাস আগে বিয়ে করার জন্য তিনি ছুটিতে দেশে আসেন।

 

পরিবারের লোকজন জানায়, সকালে সোহাগ বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্চরে নিজেদের পালা ১০-১৫টি মহিষকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরবর্তীতে পরিবারের লোকজন তার মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

 

নবীনগর থানার ওসি মো. মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নবীনগর থানার এসআই আশরাফুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। শরীরের বেশির ভাগ অংশ বজ্রপাতের আঘাতে ঝলসে গেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ