শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কসবা ও গাঙ্গেরকুট

মো. দেলোয়ার হোসেন / ৫৮ বার
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃহত্তর কুমিল্লার সবচেয়ে বড়ো ফুটবল আসর লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১০ম আসরের প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গেলো শুক্রবার ও শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা লাউর ফতেহপুর খেলার মাঠে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে এই খেলা দু’টি অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনাল খেলায় টানচারা ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৫-৬ গোলে হারিয়ে কসবা অঙ্কুরী ফুটবল একাদশ এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ইব্রাহীমপুর ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে গাঙ্গেরকুট ফুটবল একাদশ জয় লাভ করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহাম্মদের পৃষ্ঠপোষকতায় ও টুর্নামেন্টের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে সেমিফাইনাল খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠ কাণায় কাণায় পূর্ণ হয়ে উঠে।

এ সময় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই আমরা লাখ টাকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মতো এতো বড়ো ফুটবল টূর্নামেন্টের আয়োজন করেছি। টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলাটি শেষ করতে তিনি সকলের সহযোগিতার পাশাপাশি ফাইনাল খেলা দেখতে সবাইকে আমন্ত্রণ জানান। খেলায় ধারাভাষ্য প্রদান করেন এস এ বিপ্লব, রাশেদুল আল আমিন রাসেল, অ্যাডভোকেট সফিকুল ইসলাম আকাশ ও মো. জিসান আহমেদ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাফুফের স্বীকৃতিপ্রাপ্ত রেফাফি আরিফুল হক মজুমদার।

আগামী ১৯ শে জুন বুধবার কসবা অঙ্কুরী ফুটবল একাদশ ও গাঙ্গেরকুট ফুটবল একাদশের জমজমাট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ফাইনাল খেলায় দেশবরেণ্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন টুর্নামেন্ট আয়োজক কমিটি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ