আবদুল্লাহ আল মামুন আমাদের সহপাঠি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ (৪৩তম আবর্তন) থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা নিম্নবিত্ত পরিবারের একটি সন্তান। সে গতো এক বছর ধরে জুনিয়র অফিসার পদে প্রিমিয়ার ব্যাংকে কর্মরত। পরিবারের কথা চিন্তা করে যেই ছেলেটা কখনো নিজেকে নিয়ে ভাবতে পারেনি, আজ সে মরনব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
গতো রোজার ঈদের পর থেকে টানা জ্বর ছিলো। জ্বরের কারণ খুঁজতে গিয়ে জানা যায়, হিমোগ্লোবিন কম (ইবনে সিনা, উত্তরা)। এটার উৎস খুঁজে বের করার জন্য বায়োপসি করা হয় (পিজি হাসপাতাল)। বায়োপসি রেজাল্টে জানা যায়, NON-HODGKIN LYMPHOMA HIGH GRADE ( ব্লাড সেল ক্যান্সার)।
ক্যান্সারের অবস্থা তথা স্টেজ জানার জন্য আরো ৩টি টেস্ট (PET CT, IHC, CXR PA vision) করতে হবে যার জন্য প্রায় ১ লাখ টাকা খরচ পড়বে এবং চিকিৎসার জন্য সম্ভাব্য ব্যয় ২০ লাখ টাকা।
আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই পারে তাঁকে তাঁর সাধারণ জীবনে ফিরিয়ে আনতে।
তাঁদের পারিবারিক সম্পত্তি বলতে পাঁচ শতক জমির উপর বসতভিটা মাত্র। এদিকে চাষের কোনো জমিও নেই, যা বিক্রি করে চিকিৎসা খরচ চালিয়ে নেয়া যাবে। ইতোমধ্যেই সম্পূর্ণ নিজের খরচে বোনদের বিয়ে দিয়েছে মামুন। যখনই একটু ঘুরে দাঁড়ানোর সময় এলো, ভাগ্য যেনো নিষ্ঠুর একটা উপসংহারের দিকে নিয়ে যাচ্ছে তাঁকে।
মানুষ মানুষের জন্য।
দয়া করে এগিয়ে আসুন। মামুনকে সুস্থভাবে বাঁচতে সহায়তা করুন, আপনার সহায়তার হাতটি বাড়িয়ে দিন। আর দোয়া করবেন মামুন যেনো আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসতে পারে।
আমাদের সবার থেকে পাঁচশ কিংবা এক হাজার করে টাকা দিলে আমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার বন্ধুর চিকিৎসাটা হয়ে যাবে।
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ: 01752882954, 01713527755
নগদ: 01752882954, 01713527755
রকেট: 01752882954, 017135277550
ব্যাংক একাউন্ট:
একাউন্ট নাম্বার: 021512600000042
একাউন্ট নাম: MD MAHID KHAN AMIR
রাউটিং নাম্বার: 235261506
The Premier Bank PLC
Uttara Isha Kha Avenue Branch