সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সপ্তাহব্যাপি ভূমি সেবা সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।’ শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। শনিবার সকালে উপজেলা সদর ভূমি অফিস চত্বরে এ সেবা সপ্তাহের স্টল বসানো হয়। এ উপলক্ষে সহকারী কমিশনার ভূমি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ আবু মোছা। তিনি জানান, ৮ জুন-১৪ জুন পর্যন্ত এ সেবা সপ্তাহ চলবে। ভূমি সংক্রান্ত সেবাগুলোর মধ্যে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে।