শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

আগামীকাল জননেতা মাহবুবুল আলমের ১৬তম মৃত্যুবার্ষিকী

মো. খলিলুর রহমান খলিল / ৬৮ বার
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

আগামীকাল ১০জুন ২০২৪ সোমবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগ নবীনগর উপজেলা শাখার সাবেক সফল সভাপতি জননেতা প্রয়াত মাহবুবুল আলমের ১৬তম মৃত্যুবার্ষিকী। প্রয়াত মাহবুবুল আলম ১৯৪৮ খ্রি. ২১ অক্টোবর নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৮ খ্রি. ১০ জুন শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৬৪ খ্রিস্টাব্দে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক, ১৯৬৭ ও ১৯৬৯ খ্রিস্টাব্দে ভৈরব হাজী আসমত কলেজ থেকে আই, কম এবং বি,কম পাশ করেন। তিনি ১৯৬২ খ্রিস্টাব্দের কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রজীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৬৪ খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্মণবাড়িয়া কলেজে ভর্তি হন। ১৯৬৫ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে চলে যান ভৈরব আসমত আলী কলেজে। ভর্তি হয়েই জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। ১৯৬৫ খ্রিস্টাব্দে হাজী আসমত আলী কলেজ ছাত্রলীগের সদস্য ও ১৯৬৮ খ্রিস্টাব্দে সহ-সভাপতি এবং ১৯৬৯ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৭০ খ্রিস্টাব্দে তিনি নবীনগর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। ১৯৭২-৭৩ খ্রিস্টাব্দে নবীনগর থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য মনোনীত হন। ১৯৭৬ খ্রিস্টাব্দের ৩১ ডিসেম্বর জরুরী আইনে গ্রেপ্তার হন এবং ১৯৭৭ খ্রিস্টাব্দের ২৮মে মুক্তি লাভ করেন। ১৯৭৯ খ্রিস্টাব্দে নবীনগর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৮২ খ্রিস্টাব্দের ২২জুন তিনি পুণরায় গ্রেপ্তার হন এবং ১৯৮৩ খ্রিস্টাব্দের ১৭মার্চ মুক্তি পান। ১৯৮১ খ্রিস্টাব্দে নবীনগর থানা কৃষক সমবায় সমিতির সভাপতি ও ১৯৮৫ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৮৪ খ্রিস্টাব্দে নবীনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৯৯২ খ্রিস্টাব্দে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। মাহবুবুল আলম বিভিন্ন মেয়াদে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় ও নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য ও সহ-সভাপতি ছিলেন।

তাঁর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে- ‘মাহবুবুল আলম স্মৃতি সংসদ’র উদ্যোগে আগামীকাল ১০জুন সোমবার নবীনগর উপজেলার দৌলতপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য ‘মাহবুবুল আলম স্মৃতি সংসদ’র সাধারণ সম্পাদক এম. নাঈমুর রহমান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ