শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনী সরঞ্জাম বিতরণ

নবীনগর ডেস্ক / ১২৮ বার
আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪  আগামীকাল বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আজ মঙ্গলবার সকাল থেকে নবীনগর উপজেলার ১৫৭টি ভোট কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে।

কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার তানভির ফরহাদ শামীম । এ উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নবীনগর উপজেলার ২১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ভোটার সংখ্যাঃ ৪,৩২,৩০৭ জন পুরুষ ২,২৪,৫৭৬ মহিলা ২,০৭,৭২৯ জন হিজড়া ২ জন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ